এন্ড্রু কিশোরকে ৩ লাখ টাকা অনুদান দিল সংস্কৃতি মন্ত্রণালয়

বগুড়া নিউজ ২৪ঃ কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের ক্যানসারের চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। এ ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন এই শিল্পী। সেজন্য তার চিকিৎসার জন্য এবার সংস্কৃতি মন্ত্রণালয় ৩ লাখ টাকা অনুদান দিয়েছে।   মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাট্যনির্মাতা জি.এম সৈকতের মাধ্যমে এন্ড্রু কিশোরকে এ অনুদানের চিঠি দেয় সংস্কৃতি মন্ত্রণালয়।

জি.এম সৈকত চ্যানেল আই অনলাইনকে বলেন, ৩ লাখ টাকা অনুদানের চিঠি এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাসের হাতে তুলে দিয়েছি। চিঠিটি রাজশাহীর ডিসি বরাবর জমা দিলে সেখান থেকে ৩ লাখ টাকা দেয়া হবে এন্ড্রু কিশোরের বোনের হাতে। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জি.এম সৈকত সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফায়জুর রহমান ফারুকীসহ আরো যারা এন্ড্রু কিশোরের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই থেমে থেমে তাকে কেমো দেয়া হচ্ছে। এখনও সেখানেই চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কখনো ভালো হচ্ছে, আবার কখনো খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার ঘনিষ্টজন। ব্যয়বহুল এ চিকিৎসায় প্রায় দুই কোটি টাকার মতো খরচ হচ্ছে। কিন্তু চিকিৎসার জন্য এতো টাকা বহন করতে পারছেন না বরেণ্য এ শিল্পী। বাধ্য হয়ে তিনি রাজশাহীতে তার ফ্ল্যাট বিক্রি করেছেন। তার চিকিৎসার জন্য বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এদিকে, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত জানালেন, গত সপ্তাহে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ