গাবতলীতে জমির বিরোধে বাড়ীঘর-সীমানা প্রাচীর ভাংচুর ও মারপিট

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধে বসতবাড়ী ভাংচুর ও মারপিট করেছে প্রতিপক্ষরা। গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর সদরের গোড়দহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, পৌরসভাধীন গোরদহ গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুর রহমানের
সাথে বসতবাড়ীর জায়গা নিয়ে তারই সহদোর ভাই আবু তালেব রাঙ্গার দীর্ঘদিনের বিরোধ
চলছিল। এরই জের ধরে গত ২০অক্টোবর সন্ধ্যায় ওই প্রতিপক্ষরা বিভিন্ন ধারালো অস্ত্র ও
লাঠিসোঠায় সজ্জিত হয়ে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও ৪২ফুট ইটের সিমানা প্রাচীর
ভেঙ্গে ফেলে। এতে প্রায় ২লাখ টাকা ক্ষতি সাধিত হয়। এ সময় ছেলে আঃ রউফ, ভাতিজা সিহাব ও সাহাদত, বড়ভাবি নার্গিস ও মরিয়ম, স্ত্রী বেবী বেগম ও নাতী আব্দুল্লাহ আল লাবিব এগিয়ে এলে তাদেরকেও এলোপাতারীভাবে মারপিট করে স্ত্রী বেবী বেগমের গলায় থাকা ৬৫হাজার টাকা মুল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এদের মধ্যে আঃ রউফকে লোহার শাবল দিয়ে মেরে হাতের কবজি ভেঙ্গে ফেলে। আঃ রউফকে আশংকাজনক অবস্থায় প্রথমে গাবতলী হাসপতাল পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহমান বাদী হয়ে ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে থানার ওসি নুরুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ