সিরাজগঞ্জে সেশন জট দূরীকরণের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

তারিকুল আলম,
সিরাজগঞ্জঃ
সেশনজট দুরীকরনের লক্ষে মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা বিকল্প ব্যবস্থা গ্রহণপূর্বক অনলাইনের মাধ্যমে পরবর্তী বর্ষের পাঠদান শুরু করার দাবিতে মানববন্ধন করেছে মেডিকেল শিক্ষার্থীরা।
সাম্প্রতিক মহামারী (কোভিড-১৯) এর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দেশের সকল মেডিকেল কলেজের সকল ধরণের কার্যক্রম বন্ধ আছে কিন্তু সরকারের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরবর্তী শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিলেও মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখার কোন ধরনের পদক্ষেপ না থাকায় সিরাজগঞ্জ মেডিকেল স্টুডেন্ট অ্যাসেসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।
মেডিকেল স্টুডেন্ট অজন্তা সুপ্তির নেতৃত্বে বুধবার (২১ অক্টোবর) সকালে মুক্তির সোপানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা জানান, পরীক্ষা কার্যকর্ম চালু করে সেশনজট দুরীকরনের লক্ষে ১ম, ২য়, ৩য়, পেশাগত পরীক্ষা বিকল্প ব্যবস্থা গ্রহণপূর্বক অনলাইনের মাধ্যমে পরবর্তী বর্ষের পাঠদান শুরু করার জন্য দাবি জানান। এসময় সিরাজগঞ্জের সকল মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ