এবার ক্রিকেটে যুক্ত হচ্ছে হেলমেট ক্যামেরা

বগুড়া নিউজ ২৪ঃ আধুনিকায়নের এ যুগে প্রযুক্তির কোনো বিকল্প নেই। ক্রিকেট মাঠে যাতে কোনো দ্রুতি না থাকে সেজন্য সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে। এবার ক্রিকেটে যুক্ত হচ্ছে হেলমেট ক্যামেরা।

স্কাই স্পোর্টস প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের কভারেজ আকর্ষণীয় করে তুলতে এ হেলমেট ক্যামেরা আনতে যাচ্ছে।

আজ শুক্রবার থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ডের এজবাস্টন টেস্টেই নতুন এ প্রযুক্তি দেখা যাবে৷

জানা গেছে, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তার হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে৷ টেস্ট ক্রিকেটে যা আগে কখনো দেখা যায়নি। ফিল্ডারের হেলমেট ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্কাই স্পোর্টস আশা করে যে, হেলমেট ক্যামেরার ব্যবহার ‘দর্শকদের ক্রিকেটিং অ্যাকশনের একটি অনন্য দৃশ্য দেবে।’

হেলমেটের ক্যামরায় ধরা পড়বে প্লেয়াররা একে অপরকে কী বলে। আগে থেকেই স্টাম্প মাইক ছিল এবার যুক্ত হলো হেলমেটে ক্যামেরা।

স্কাই স্পোর্টস গত বছর দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণে একই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছিল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ