দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়া নিউজ ২৪ঃ নেত্রকোনার দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ময়মনসিংহ ক্যান্টমেন্টের মেজর রিফাত উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে ফি মেডিক্যাল ক্যাম্প ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে ত্রাণ বিতরণ ও ফি মেডিক্যাল ক্যাম্প করা হয়।

এ সময় ডিভিশন হেড কোয়ার্টার লে. কর্ণেল শফি, মেজর হামিদ, মেজর নাজিউর, মেজর রিসাত, মেজর মিনহাজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শামীম, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন তৌহিদা, মো. রফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন প্রমূখ।

মেজর রিফাত উদ্দিন ভুঁইয়ার বলেন, দেশের প্রায় সকল জেলা বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হলেও দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া, চন্ডিগড়, দুর্গাপুর সদর ইউনিয়ন ও কুল্লাগড়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় ব্যপক ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

অত্র উপজেলার প্রায় ১ লাখ ৫৫ হাজার ৬শ ৭০ জন মানুষ বন্যায় দুর্দশাগ্রস্থ এবং সেখানকার প্রায় ৩ হাজার ৬শ ২০টি পরিবার সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়েছে। আমরা তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ