গাবতলীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাজা’র লাশ দাফন

গাবতলী প্রতিনিধিঃ বগুড়া গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমউদ্দীন খাজা ২৭ জুলাই রাত ৩ টায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার বয়স হয়েছিল ৮০ বছর। সে গাবতলী পৌরসভার ১নং ওয়ার্ডের জয়ভোগা গ্রামের মৃত হাসেন আলী আকন্দের ছেলে। তিনি ১ স্ত্রী, ৫ কন্যা, নাতী নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর গাবতলী পাইলট স্কুল মাঠে প্রথম নামাজে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা বাদ আছর জয়ভোগা গ্রামে হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। খাজা নাজিম উদ্দীন দীর্ঘ ৩০ বছর যাবত গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। ১৯৭১ সালে সে মুক্তিযোদ্ধা করে আমার এই সোনার দেশকে স্বাধীন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহান, সাবেক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ ওয়ারেস আনসারী, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রুহুল আলম বাবলু, সাবেক কমান্ডার হুমায়ুন আলম চান্দু, উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন ও জানাজায় অংশ গ্রহন করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ