বগুড়া- ৪ ও ৬ আসনে ভোট ১ ফেব্রুয়ারি

বগুড়া নিউজ ২৪ঃ বগুড়ার দুইটিসহ জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বাকি চার কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ কমিশন সভা শুরু হয়। সভাশেষে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এসব আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়, ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেয়া হবে। ভোটে সিসি ক্যামেরা থাকবে কিনা, তা পরবর্তীতে জানানো হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি৷ মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৫ জানুয়ারি। ভোট ১ ফেব্রুয়ারি।

যেসব আসনে উপনির্বাচন হবে সেগুলো হচ্ছে-ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২। আগে এসব নির্বাচন হওয়ার পর সংরক্ষিত নারী আসন-৫০ এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব। এর আগে, ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবলায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১