রোহিঙ্গা নিপীড়ন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বগুড়া নিউজ ২৪: রোহিঙ্গা নিপীড়নের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সফররত আইসিসির প্রসিকিউটর করিম এ এ খানের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার থেকে মানুষ বঞ্চিত হয়। আমরা দেখতে চাই এই মামলাটি যেন দীর্ঘায়িত না হয়। যত তাড়াতাড়ি এটি শেষ হবে রোহিঙ্গাদের জন্য ততোই ভালো হবে। আমি আইসিসির কাছে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা গণহত্যা মামলার নিষ্পত্তি করার বিষয়ে প্রসিকিউটরকে আরও চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছি। প্রসিকিউটর জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আরও তথ্য চেয়েছেন। আমরা এগুলি শেয়ার করব। আমাদের তথ্য না দেওয়ার কোনো কারণ নেই।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাতের সময় বিশ্বজুড়ে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিসির কাজের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা মামলার পরিস্থিতি তদন্তের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রোহিঙ্গা মামলার বিষয়ে আইসিসির প্রসিকিউটর করিম এ এ খান চার দিনের সফরে এখন বাংলাদেশে রয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১