এইচএসসি পরীক্ষায় পূর্ণ মার্কের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মঈন উদ্দিন: রাজশাহীতে এবার ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। পূর্ণমান ৫০ অথবা এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবিতে শিক্ষার্থীরা আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। সেখান ঘন্টাব্যাপী অবস্থান নেয়ার পর যাদুঘর মোড় হয়ে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা বলছেন, ২০২২ সালের শিক্ষার্থীরা আড়াই বছর সময় ও পুর্ণ মার্ক পেয়েছিল। কিন্তু ২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী আমাদের দেয়া হয়েছে মাত্র দেড় বছর সময়। এমনকি পূর্ণ মার্ক ৫০ দেয়া হচ্ছে না। এছাড়াও আইসিটি বিষয়টিও আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হয়েছে।

শিক্ষার্থী বলেন, এবার এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয় বাতিল করতে হবে। সাথে আমাদের পূর্ণ মার্ক ৫০ দিতে হবে। নয় তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে। নইলে তারা আন্দোলন চালিয়ে যাবো। কারণ সামনে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। অথচ আমরা সময় স্বল্পতার কারণে কোনো প্রস্তুতি নিতে পারিনি।

এদিকে দুপুর ১২টার দিকে নগরীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে উপস্থিত হন। হাতে ব্যানার, প্লে-কার্ড নিয়ে তারা শ্লোগান দেন। প্রায় ঘন্টাব্যাপী জিরোপয়েন্টে অবস্থানের পর তারা যাদুঘর হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা পরীক্ষার পূর্ণ মার্ক ৫০ অথবা পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবিতে শ্লোগান দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ