ভারতে জি-২০ সম্মেলনে শেখ হাসিনাকে আমন্ত্রণ

বগুড়া নিউজ ২৪ঃ গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দেশটিতে সফর করেন। সেই সফরের বিস্তারিত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ড. আব্দুর রাজ্জাক বলেন, এই মুহূর্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উঁচুতে অবস্থান করছে। সর্বশেষ সফরে সম্পর্ক আরও মজবুত হয়েছে। এজন্য আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জামান এবং অ্যারোমা দত্ত এমপি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ