বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মাণে আ. মোনেম লিঃ’র ৫লাখ টাকা অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার: বগুড়া প্রেসক্লাব ভবন নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড। আজ বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম (বার) উপস্থিতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের ভবন নির্মাণ কমিটির চেয়ারম্যান দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আব্দুল মোনেম লিমিটেডের সাসেক টু এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল ফারুক।

এছাড়া বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য জেএম রউফ, ক্লাবের সহসভাপতি মাসুদুর রহমান রানা, এসএম কাওসার, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নিবাহী কমিটির সদস্য ফরহাদুজ্জামান শাহী, চপল সাহা, নাজমুল হুদা নাছিম, আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আব্দুর রহিম বগড়া, বগুড়া ফটো জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি আসাফ উদ দৌলা ডিউক ও এনটিএন নিউজ’র শফিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বগুড়ার সাংবাদিকদের স্বপ্নের ভবন নির্মাণ হচ্ছে। এই ভবন নির্মাণ হলে বগুড়ার সাংবাদিকরা উপকৃত হবেন। এক সময় ভবনের আয় থেকেই সাংবাদিকদের কল্যাণমূলক কাজ করা যাবে। তাই বগুড়ার সাংবাদিকরা ভাল থাকুন এই প্রত্যাশা করছি। একই সঙ্গে তিনি আব্দুল মোনেম লিমিটেডের সত্বাধিকারীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন বলেন, মোনেম লিঃ কোম্পানীর এ অনুদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা প্রত্যাশা করছি আগামীতেও মোনেম লিঃ আমাদের পাশে থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ