প্রথম বিদেশি রাষ্ট্রদূত পেলো তালেবান

বগুড়া নিউজ ২৪ঃ আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথম বিদেশি রাষ্ট্রদূত পেলো তালেবান। বুধবার কাবুলে তালেবানের প্রধানমন্ত্রীর কাছে নিজের পরিচয়পত্র উপস্থাপন করেছেন নতুন চীনা রাষ্ট্রদূত।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর এটি রাষ্ট্রদূত পর্যায়ে বিদেশি দূতের প্রথম নিয়োগ।

তালেবানকে কোনো বিদেশি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বুধবারের নিয়োগ তালেবানের আনুষ্ঠানিক স্বীকৃতির দিকে বেইজিংয়ের কোনও পদক্ষেপের ইঙ্গিত কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তালেবান প্রশাসনের উপ-মুখপাত্র বিলাল করিমি এক বিবৃতিতে বলেছেন, ‘আফগানিস্তানের ইসলামি আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, আফগানিস্তানে নতুন চীনা রাষ্ট্রদূত ঝাও জিং-এর পরিচয়পত্র গ্রহণ করেছেন।’

এর আগে পাকিস্তান এবং ইউরোপীয় ইউনিয়ন কাবুলে কূটনৈতিক মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য সিনিয়র কূটনীতিকদের পাঠিয়েছিল। কিন্তু তারা ‘চার্জ ডি’অ্যাফেয়ার্স’ পদমর্যাদার। তারা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করলেও আনুষ্ঠানিকভাবে নয় রাষ্ট্রদূতের ভূমিকা পালনকারী নয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০