ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া নিউজ ২৪ঃ সারাদেশে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৪৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সারাদেশে অধিদপ্তরের ৪৯টি টিম কর্তৃক ৬৪টি বাজারে ১০৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার অধিকার রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০