বগুড়ায় এক মাদক ব্যবসায়ীর ৫বছরের জেল ও জরিমানা

স্টাফ রিপোর্টার: ৭০ পিস ইয়াবা রাখার দায়ে বগুড়া সদর উপজেলার নারুলী তালপট্টি বিলপাড়ার মৃত খেরুর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সাজু আকন্দকে ৫ বছরের সশ্রম করাদন্ড এবং ৫ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম করাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এই মামলার রায় দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে তাকে এই সাজা দেওয়া হয়। উল্লেখ্য, ডিবি পুলিশ ২০১৭ সালের রাত পৌনে ১২ টার সময় ডিউটি করাকালে গোপন সুত্রে সংবাদ পেয়ে নারুলী তালপট্টি ঈদগাঁ মাঠের কাছ থেকে অভিযুক্ত আসামি সাজু আকন্দ গ্রেফতার করে।

এপরে আসামি সাজু আকন্দের হাতে থাকা পলিথিনের মধ্যে থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার সহ জব্দ করেন। গ্রেফতারকৃত আসমিকে বগুড়া সদর থানায় সোপার্দ করে এস আই আলমগীর হোসেন বাদি হয়ে বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাস্ট্র পক্ষে এপিপি এড. নাছিমুলকরিম হলি এবং আসামি পক্ষে এড. আককাছ আলী মন্ডল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ