বগুড়ায় ২৫০ কোটি টাকা ব্যায়ে ৭টি সেতু ও ৭টি ওভারপাসের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দেশ ব্যাপী ১৫০ টি সেতু ও ১৪ টি ওভারপাস ও নবর্নিমিত অন্যান্য কাঠামো উদ্বোধন করেছেন। এরমধ্যে বগুড়ার ৭টি সেতু ও ৭ টি ওভারপারে উদ্বোধন করা হয়েছে।

অপরদিকে প্রধানমন্ত্রীর নিজ জেলা গোপালগঞ্জে মাত্র একটি গ্যরাকোল সেতুর উদ্বোধন করছেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। বগুড়ার ৭টি সেতু ও ৭টি ওভারপাস নির্মানে ব্যায় হয়েছে ২৫০ কোটি টাকা।

এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি) এর আর্থিক সহযোগিতায় চলমান ‘সাসেক সড়ক সংযোগ  প্রকল্প-২ চলমান সড়ক সংযোগ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীত করণ এর মাধ্যামে  ১৪টি সেতু উদ্বোধন করা হয়েছে।

এই প্রকল্পের অধীনে নির্মিত সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর জেলায় ওভারপাসের মধ্যে ঢাকা-রংপুর-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে নির্মিত বগুড়া জেলার ১৭৮ মিটার দীর্ঘ চারমাথা ওভারপাস ও ১৯৮ মিটার দীর্ঘ বগুড়ার মহাস্থান ওভারপাস রাজধানীর সাথে যোগাযোগ আরো সহজ ও দ্রুততর করবে বলে জানান বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

বগুড়ায় যে সেতু গুলোর উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো, জয় ভোগাসেতু, আড়িয়ার ঘাট সেতু, গোহাইল সেতু, শাহবাজপুর সেতু, মাঠপাড়া সেতু, মালাহার সেতু।

বগুড়ার মধ্যে যে ওভারপাসের উদ্বোধন হয়েছে সে  গুলো হলো, মহাস্থান ওভারপাস, বারপুর মোড় ওভারপাস, চারামাথা ওভারপাস, রহবল ওভারপাস, ফাঁসিতলা ওভারপাস ও পাকুড়তলা ওভারপাস। ৭টি সেতু ও ৭টি ওভারপাস নির্মানে প্রায় ২৫০ কোটি টাকা ব্যায় হয়েছে এমনটি জানালেন বগুড়া সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ