গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

বগুড়া নিউজ ২৪ঃ গাজায় পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সেখানে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের কয়েকটি সংস্থা।

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি সংস্থাগুলো বলেছে, গাজায় অবিলম্বে এবং অবাধে মানবিক ত্রাণকাজ পরিচালনার জন্য প্রবেশ করতে দেওয়া জরুরি। যাতে ত্রাণকর্মীরা সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে তাদের কাছে পৌঁছাতে পারে। গাজার ১৬ লাখেরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে বলে সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, শিশু, গর্ভবতী নারী ও বয়স্করা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এবং গাজার জনসংখ্যার প্রায় অর্ধেকই শিশু। এর আগে জাতিসংঘ জানিয়েছিল, গাজার প্রায় ১২ লাখ মানুষ চলমান সংঘাত শুরুর আগে থেকেই সাহায্যের ওপর নির্ভরশীল ছিল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নতুন করে হামলা চালায় হামাস। প্রতিক্রিয়ায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে নিহত হন দুই পক্ষের কয়েক হাজার মানুষ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ