মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : পেন্টাগন

ইসরায়েল-হামাসের চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। শনিবার রাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) সক্রিয় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, অঞ্চলটিতে ইরান ও তার মিত্র বাহিনীর কার্যক্রম বেড়ে যাওয়ার প্রতিক্রিয়া এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামাস-ইসরায়েল সংঘাতের কয়েক দিনের মধ্যে ২ হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্রস্তুত নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন, সংকট আরও ঘনীভূত হলে যুক্তরাষ্ট্র দ্রুত প্রতিক্রিয়া জানাতে ২ হাজার সেনা প্রস্তুত করছে। এ ছাড়াও ইসরায়েলকে সামরিক সহায়তায় ভূমধ্যসাগরে ইসরায়েলের কাছাকাছি অবস্থান করছে মার্কিন বিমানবাহিনীর রণতরি। গত ৮ অক্টোবরে ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট ছুড়ে গাজার সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর জেরে গাজা উপত্যকায় বিমান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংঘাত বন্ধে শনিবার মিসরের কায়রোয় যুক্তরাজ্য, সৌদি আরব, ফিলিস্তিনসহ বিশ্বের ২০টি দেশের নেতারা শান্তি সম্মেলনে অংশ নেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ