সিঙ্গাপুর থেকে ৩৩ টাকা কেজি গম কিনছে সরকার

বগুড়া নিউজ ২৪ঃ  আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ১৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা। এ হিসাবে প্রতি কেজি গমের দাম পড়বে প্রায় ৩৩ টাকা।

এই গম কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম সিঙ্গাপুরের এম/এস এগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ১৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর এ গম কিনবে।

প্রতি কেজি গমের দাম কত টাকা পড়ছে জানতে চাইলে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এ তথ্য আমার কাছে নেই।

তবে ৫০ হাজার মেট্রিক টন গমের দাম ১৬৪ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা ধরে হিসাবে করে দেখা গেছে, প্রতি কেজি গমের দাম পড়ছে ৩২ টাকা ৯৫ পয়সা।

মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর কর্তৃক চট্টগ্রাম সাইলোর বিএমআরইকরণ কার্যক্রম সরাসরি ক্রয় পদ্ধতিতে বেলজিয়ামের ভিগান ইঞ্জিনিয়ারিং এসএ’র কাছ থেকে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ৬৩ কোটি ২১ লাখ ১৯ হাজার ১৮৬ টাকা।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক ‘মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং’ প্রকল্পের ড্রেজিং কাজের ভেরিয়েশন ব্যয় ১৯৪ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৮৯১ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে এ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯২০ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ‘চট্টগ্রামের সন্দ্বীপে আরসিসি জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ পূর্ত কাজ ই-ইঞ্জিনিয়ালিং লিমিটেডের কাছ থেকে ৩৫৫ কোটি ৮৮ লাখ ৮৬ হাজার ২৭৬ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ