লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী যারা

ভোলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের ভোলার লালমোহন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. আকতারুজ্জামান টিটব।

উপজেলার ৮৩টি কেন্দ্রের ফলাফলে আকতারুজ্জামান টিটব পেয়েছেন ২৫হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালিক প্রতীকের আকতার হোসেন হাওলাদার পেয়েছেন ২৪হাজার ৫৬৭ ভোট।

রোববার রাতে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী ফলাফল ঘোষণার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে আরো জানা গেছে, নির্বাচনে মোট ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ পেয়েছেন ১৪হাজার ৭১৫ভোট এবং হেলিকপ্টার প্রতীক নিয়ে মো. হোসেন হাওলাদার পেয়েছেন ১৫হাজার ৩১৭ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদের মধ্যে তালা প্রতীক নিয়ে মো. জাকির হোসেন ৪৭হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের আবুল হাসান রিমন পেয়েছেন ৩২হাজার ৫৭৩ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭হাজার ৬৫২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রোকেয়া বেগম পেয়েছেন ৩২হাজার ৩৭৯ ভোট।

প্রসঙ্গত, লালমোহন উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪৭জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৭৩জন এবং পুরুষ ভোটার ১লাখ ৩৫ হাজার ৩৭১জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩জন। ভোট প্রদানের হার ৩০.৩০ শতাংশ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০