অনুশীলন হলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অনন্য উদাহরণ-এসপি সুদীপ

প্রেস বিজ্ঞপ্তি: বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘অনুশীলন’ এর পাঠ উন্মোচন অনুষ্ঠান বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে অত্র প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে ‘অনুশীলন’র পাঠ উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম।

অনুশীলনের পাঠ উন্মোচনকালে পুলিশ সুপার বলেন, অনুশীলন হলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের অনন্য উদাহরণ। যা শিক্ষার্থীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহন করে শিক্ষার্থীরা তাদের প্রতিভার অনন্য প্রকাশ ঘটিয়ে থাকে। পৃথিবীতে জয়ীরা সবসময় ব্যতিক্রম কাজ করে থাকে। ব্যতিক্রম কাজের সাথে যারা যুক্ত থাকে নিজেকে অনন্য ভাবে প্রকাশ ঘটানো সুযোগ পায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষকরা তাদের মেধা ও মনন দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছেন। প্রতিটি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের অনন্য করে তুলতে বদ্ধ পরিকর। সময়ের সাথে দেশ এগিয়ে যাচ্ছে, জাতিগত ভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি। দেশের মানুষ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হচ্ছে। বিদ্যালয়ের বেশির ভাগ সহশিক্ষা কার্যক্রম অনুশীলনে উঠে এসেছে। উঠে এসেছে আমাদের শিক্ষার্থীদের লেখনীতে নিজেদের ভাবনা। যা সত্যিই অনন্য রূপ পেয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছি। তাই সকল শিক্ষার্থীর আগামী আরও সুন্দর হোক এই কামনা।
অনুষ্ঠানে অনুশীলনের সম্পাদক সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম। অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি নাছিমা খাতুন, কলেজ শাখা ইনচার্জ জিনাত তানজিনা, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি ইবনুল তাশরিফ। অনুষ্ঠানের শুরুতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন ও সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্কাউট এর কৃতিত্ব অর্জনকারী দশম শ্রেণির শিক্ষার্থী আদনান হোসাইনকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলেদেন প্রধান অতিথি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১