জেলা তথ্য অফিস, বগুড়া এর আয়োজনে “মহিলা সমাবেশ”

জেলা তথ্য অফিস, বগুড়া এর আয়োজনে এবং নামুজা এস এস আই ফাজিল মাদরাসা এর সহযোগিতায় ১১জুলাই ২০২৪খ্রি: বেলা ১১.৩০ঘটিকা নামুজা এস এস আই ফাজিল মাদরাসা মাঠে ”প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার” প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বৃহৎপ্রকল্পসমূহ জনসাধারণকে অবহিত করণ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, গুজব বিরোধী বিশেষ প্রচারণার অংশ হিসেবে “মহিলা সমাবেশ” অনুষ্ঠিত হয়। ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, রাগেবুল আহসান রিপু, মাননীয় সংসদ সদস্য -৪১ ,বগুড়া-৬। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “সরকার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে, প্রতিটি শিক্ষর্থীকে বিনামূল্যে বই পাওয়ার ব্যবস্থা করেছে। প্রধান অতিথি বলেন শিক্ষার্থীরা যেন স্মার্ট ফোনের অপব্যবহার না করে এটা যেন তারা শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করে । ইংরেজী শিক্ষার প্রতি বেশী লক্ষ্য রাখার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আহবান জানান, পাশাপাশি কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। বর্তমান সরকারের সময় নারী শিক্ষার অগ্রগতি বিষয়ে আলোকপাত করে বলেন সরকার প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। বর্তমান সময়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অহবান জানান । তিনি ছাত্র/ছাত্রীর শিক্ষাগ্রহনে বিশেষ করে ছাত্রীদের শিক্ষা গ্রহনে কোন প্রতিবন্ধকতা থাকলে তার সাথে যোগাযোগ করলে দ্রুত সমাধানের করা হবে বলে আশ্বাস্ত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শুভাশীষ পোদ্দার লিটন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বগুড়া সদর। মো: হযরত আলী, জেলা শিক্ষা অফিসার, বগুড়া। মো: রুস্তম আলী, অধ্যক্ষ, নামুজা এস এস আই ফাজিল মাদরাসা। মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন মুহা: মাহফুজার রহমান, সিনিয়র তথ্য অফিসার, বগুড়া। সমাবেশে জেলা তথ্য অফিস, বগুড়া এর কর্মকর্তা ও কর্মচারী নামুজা এস এস আই ফাজিল মাদরাসার শিক্ষক, সুধি, অভিভাবকসহ ৩০০জন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১