বগুড়ায় নবাগত পুলিশ সুপার জাকির হাসান এর যোগদান

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা পুলিশের অভিভাবক হিসাবে যোগদান করেছেন জাকির হাসান পিপিএম। বুধবার (১০ জুন) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় জেলা পুলিশের সদ্য সাবেক পুলিশ সুপার ও ঢাকার ডিএমপির অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার বুঝে নেন।

নবাগত পুলিশ সুপার জনাব জাকির হাসান জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, বগুড়ার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) স্নিগ্ধ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।

এরআগে গত মাসের ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বগুড়া জেলা পুলিশ সুপার হিসাবে যোগদানের বিষয়টি জানান।

বৃহস্পতিবার দুপুরে নবাগত পুলিশ সুপার জাকির হাসান বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনমিয় করেন এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদানের আহবান জানান।

জেলা পুলিশ সুপার জাকির হোসেন ফেনী জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্বরত ছিলেন। ২০২৩ সালে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেবা, কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ “’প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হয়েছে পুলিশ সুপার মো. জাকির হাসান।

প্রসঙ্গত, এসপি মো. জাকির হাসান ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে র‍্যাবের এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরিজীবন শুরু করেন।

বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা চৌকস এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১