আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার: আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় শহরের চারমাথা সেঞ্চুরী মোটেল মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তৌফিক হাসান ময়না।

এতে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সামছুল হক মন্ডল, রফিকুল ইসলাম, মোস্তফা কামাল মিলন, আমিনুল ইসলাম রঞ্জু, এনামুল হক, ইউনুছ আলী মিয়া। সভায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন। তারা অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহনের আহবান জানান। এসময় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সুষ্ঠ নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তৌফিক হাসান ময়না জানান, আগামী ২৬ জুলাই কেন্দ্রিয় ট্রাক টার্মিনালে সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন হবে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে নির্বাহি সদস্যসহ বিভিন্ন পদে ২৫ জন প্রার্থী নির্বাচিত হবেন। নির্বাচনে প্রায় ১০ হাজার শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১