আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৪০, আহত ৩৪৭

বগুড়া নিউজ ২৪: আফগানিস্তানে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যাও বেড়েছে। আকস্মিক এ দুর্যোগে অন্তত ৩৪৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৫ জুলাই) বিকালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রাদেশিক রাজধানী জালালাবাদ, সুখ রদ জেলা এবং পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশের আশপাশের এলাকাগুলোতে এই দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান অমরখিল জানান, আহতদের চিকিৎসার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে সোমবার সকালে নানগারহারের পার্শ্ববর্তী কুনার প্রদেশেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে পাঁচজনের প্রাণহানি ঘটে।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত মে মাস থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১