অবসরে গেলেন অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান

বগুড়া নিউজ ২৪: চাকরি থেকে অবসরে গেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন।

তার অবসর উপলক্ষে বুধবার (৩১ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডেতে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রুহুল আমিন সব পর্যায়ের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জনগণের বন্ধু হওয়ার লক্ষ্যে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিদায়ী পুলিশ কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, পুলিশের কাজ চ্যালেঞ্জিং। প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জ পুলিশকে মোকাবিলা করতে হয়।

উল্লেখ্য, রুহুল আমিন ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারও ছিলেন রুহুল আমিন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১