নরসিংদীতে গণমিছিলে বাধা, ১০ শিক্ষার্থী-অভিভাবক আহত

বগুড়া নিউজ ২৪: গণগ্রেপ্তার, হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার ও আটকদের মুক্তিসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবি পূরণে নরসিংদীতে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেধে যায়।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে নরসিংদীর প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের লাঠির আঘাত ও কিল ঘুষিতে শিক্ষার্থী এবং অভিভাবকসহ ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীরা জানান, শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে এগোতে থাকলে উপজেলা মোড়ে বাধাগ্রস্ত হন তারা।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের লাঠিপেটাসহ কিল ঘুষি মারতে শুরু করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১