১৯৫২ সালে ময়মনসিংহ মুসলীম গার্লস হাই স্কুলে বাংলা ভাষার দাবীতে আন্দোলনে অংশগ্রহন ও স্কুলে কালো পতাকা উত্তোলনের অযুহাতে বহিষ্কৃত দশম শ্রেনীর ছাত্রী , ভাষা সৈনিক ছালেহা বেগমকে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহনের জন্য সংগ্রামী নারী হিসাবে “মরোনোত্তর সম্মাননা “ ও “শেরে বাংলা গোল্ডেন এওয়ার্ড ২০২৪” প্রদান করা হইল ।
আজ শনিবার (২৬ অক্টোবর) সন্ধায় পুরানা পল্টনস্থ হোটেল অরন্যাটে অনুষ্ঠিত শেরে বাংলা এ.কে ফজলুল হকের ১৫১ তম জন্ম জয়ন্তি অনুষ্ঠানে সম্মাননা পদকটি প্রদান করেন শেরে বাংলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাবেক তথ্যসচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ ।
Please follow and like us: