এ দেশে হিন্দু-মুসলমান ভাই ভাই, সাম্প্রদায়িকতাকে রুখবো ঐক্যবদ্ধভাবে : রেজাউল করিম বাদশা

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজউল করিম বাদশা বলেছেন, অসাম্প্রদায়িকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রীস্টান, বৌদ্ধসহ সকল ধর্মের সমান অধিকার রয়েছে। আমরা সবাই ভাই ভাই।

কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থ রক্ষায় আমাদের সেই ভ্রাতৃত্ববোধের উপর বার বার কুঠারাঘাতের চেষ্টা করেছে। কিন্তু তাদের সকল অপচেষ্টাই ব্যর্থ হয়েছে। দুষ্টের দমনের জন্যই শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন বলে আমাদের সনাতন ধর্ম্বাবলম্বী ভাইদের বিশ্বাস। সেই চেতনাকে ধারণ করেই আমাদের সম্মিলিতভাবে সকল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনভাবেই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার (২৬ আগস্ট) সকালে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রাপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পষিদ বগুড়া জেলা শাখা এর আয়োজন করে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সহকারি প্রকল্প পরিচালক নকুল বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। আরও বক্তব্য রাখেন উত্তর বাংলা সারস্বত আশ্রমের মহারাজ দেব চৈতন্য ব্রহ্মচারী, ইসকন মন্দিরের অধ্যক্ষ খরাজিতা কৃষ্ণদেব, সুকুমার রায় সরকার, ডা. গোপেশ সরকার।

উপস্থিত ছিলেন অমৃত লাল সাহা, দিলীপ দেব, স্বপন চক্রবর্তী, চঞ্চল রায়, সমর দাস, প্রদ্যুৎ চাকী, অশোক সাহা, পরিমল প্রসাদ রাজ, কালাচাঁদ সাহা, আশীষ রায়, সুজিত তালুকদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল। দিবসটিতে রাতে বিভিন্ন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনার আয়োজন করা করা হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১