চিলমারীতে দেশের প্রথম ৩০টি হরিজন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর ৪র্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) ৩৬টি গৃহহীন পরিবারের মাঝে গৃহের দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৩০টি গৃহের দলিল ও গৃহ হস্তান্তর করা হয় হরিজন পরিবারকে।

আজ বুধবার (৯ আগস্ট) ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করার পর চিলমারীতেও আনুষ্ঠানিক জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

এই প্রকল্পের আওতায় বাংলাদেশে সর্বপ্রথম হরিজনদের পুনর্বাসনে চিলমারী উপজেলায় হরিজন পল্লী গড়ে তোলা হলো। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক কুড়িগ্রাম (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ