প্রধানমন্ত্রী সিনেমাটি দেখতে চেয়েছেন : ফেরদৌস

বগুড়া নিউজ ২৪ঃ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। নন্দিত অভিনেতা, নাট্যকার প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় সিনেমাটি পরিচালনা করেছেন তারই কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন হৃদি হক, তার মা প্রখ্যাত অভিনেত্রী লাকি ইনাম, সিনেমাটির অভিনয়শিল্পী ফেরদৌস, তারিন ও লিটু আনামসহ আট সদস্যের প্রতিনিধিদল। এ সময় তারা প্রধানমন্ত্রীর হাতে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটির বাঁধাই করা পোস্টার তুলে দেন

নির্মাতা হৃদি হক বলেন, ‘এটি মুক্তির গল্প। সিনেমাটি দিয়ে আমরা ১৯৭১ সালে ফিরে গেছি। মানুষের মুক্তির স্বাদ চিরন্তন। কেবল একাত্তরেই আটকে থাকবে গল্প তা-ও না, এটি এগিয়ে যাবার গল্পও। সব মিলিয়ে দর্শকরা দেখবেন মুক্তির গল্প।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটির মূল গল্প বা মূল ভাবনা ড. ইনামুল হকের। এটা নিয়ে আমাদের দলের একটা নাটক ছিল। সেই ভাবনটা ঠিক রেখে চিত্রনাট্য করেছি। অনেক চরিত্র যোগ করেছি। ভীষণ সুন্দর একটি গল্প।

‘আব্বা এই গল্পটি লিখেছিলেন দেশ স্বাধীনের পর পর। গল্পটি সিনেমার জন্য বেছে নেওয়ার একটি বিশেষ কারণও ছিল। তা হচ্ছে- ১৯৭১ সালের গল্প চিরদিন রয়ে যাবে। এই গল্প মুছে যাবে না। ইতিহাস রয়ে যায়।’

গণবভন থেকে বের হয়ে চিত্রনায়ক ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, “১৯৭১ সেই সব দিন’ টিমের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছি। এরপর তাকে সিনেমাটির ট্রেইলার দেখানো হয়। সেটি দেখে তিনি অনেক প্রসংশা করেছেন। তিনি সিনেমাটি দেখতে চেয়েছেন। পেনড্রাইভে সিনেমাটি দিয়ে এসেছি আমরা।’’

ফেরদৌস বলেন, ‘সিনেমা, মুক্তিযুদ্ধের সিনেমাসহ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি খুব খুশি যে অনুদানের টাকায় অনেক ভাল ভাল সিনেমা হচ্ছে।’

‘১৯৭১ সেই সব দিন’ অভিনয় করছেন, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতিসহ অনেকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ